ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ভায়োলেন্স এগেইন্সট ওমেন ইন ঢাকা সিটি: এ সোসিও লিগ্যাল স্টাডি’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আইন অনুষদের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আইন অনুষদের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েদা সিদ্দিকা। আলোচক হিসেবে প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খানসহ বিভিন্ন বিভাগের ১৫ জনের বেশি শিক্ষক উপস্থিত ছিলেন।
সেমিনারে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক আব্দুল আজিজ মিয়া।
ইবাংলা/জেএন/১৭ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.