নড়াইলের চাকই গ্রামে ২ দিন ব্যাপি গ্রামীণ উৎসব পালিত

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়নের চাকই গ্রামে ২ দিন ব্যাপি গ্রামীণ উৎসব হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) গ্রামীন উৎসবের শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

Islami Bank

প্রধান বক্তা ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক এর পৃষ্ঠপোষকতায় সোমবার (১৬ জানরুয়ারি) এ উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞ জিপি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী। উৎসবের প্রথম দিন চাকই গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।

one pherma

দ্বিতীয় দিন নানা ধরনের গ্রামীণ পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক’র সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য দেন। এ সময় সাংবাদিক রাসেল, যুবলীগ নেতা সোহেল, শিক্ষক আজিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১৭ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us