বরগুনার পাথরঘাটায় কেন্দ্রীয় যুবলীগ নেতার পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট জব্বার মার্কেট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত ১৭ জানুয়ারি বেতাগী উপজেলার সাতটি ইউনিয়নে তিন হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আলোচনা শেষে প্রান্তিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু করেন অনুষ্ঠানের সভাপতি পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ। পাথরঘাটা সদর ইউনিয়ন থেকে শুরু করে উপজেলার সাতটি ইউনিয়নে মোট তিন হাজার শীত বস্ত্র বিতরণ করেন।
দক্ষিন জনপদের অন্যতম দানবীর নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার এর নিজ অর্থায়নে বরগুনা-২ আসনের তিন উপজেলা (পাথরঘাটা, বামনা, বেতাগী) মোট ১০ হাজার অসহায় দরিদ্র মানুষের মধ্যে এই শীতবস্ত্র দেয়া হবে বলে জানান কেন্দ্রীয় নেতার একান্ত সহকারী রিয়াজ হোসেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বরগুনা ২ আসনের গণমানুষের নেতা সুভাষ চন্দ্র হাওলাদার তার বক্তব্যে বলেন,গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে আজ যুবলীগের কর্মী মনে হচ্ছে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করছি।
হাড় কাঁপানো শীতে আমার প্রান্তিক জনগোষ্ঠীরা এই বস্ত্র পেয়ে একটু হলেও উপকৃত হবেন। আমি তাদের পাশে থেকে আমৃত্যু অবধি কাজ করতে চাই। যদি তারা আমাকে সেই সুযোগ করে দেয়।
বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফয়েজ হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হোসেন ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমর হাওলাদার সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ইবাংলা/জেএন/১৮ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.