মধুপুরে এশিয়ান টেলিভিশনে ১০ম বর্ষপূর্তি উদযাপন

হাবিবুর রহমান, মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে রেলী কেককাটা আলোচনা সভানহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

Islami Bank

বুধবার দুপুরে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে বর্ষপূর্তি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাংবাদিক আনছার আলী, এসএম শহীদ, আব্দুল লতিফ, হাফিজুর রহমান, আল মামুন প্রমুখ।

one pherma

বক্তারা, এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করে বলেন এশিয়ান টেলিভিশন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সংবাদ পরিবেশন করে দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান।

পরে এশিয়ান টেলিভিশন দশম বর্ষপূর্তিতে কেক কাটা হয়। এ সময় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১৮ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us