১৮ জানুয়ারি বেইজিংয়ের গণমহাভবন থেকে ভিডিও-লিঙ্কের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের কর্মী ও জনগণকে আসন্ন বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।
তিনি প্রথমে ভিডিও-লিঙ্কের মাধ্যমে যুক্ত হন হারবিন মেডিকেল ইউনিভার্সিটি’র প্রথম অধিভুক্ত হাসপাতালের সাথে। এ সময় তিনি মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো সুবিন্যাস্ত করার পর ক্লিনিকে রোগীদের চিকিত্সা, গুরুতর রোগীদের চিকিৎসা, ওষুধের সরবরাহ ও রোগীদের সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে খোঁজখবর নেন।
ভিডিও-কলের সময় হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা সি-কে বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর এখানে চিকিৎসাপ্রাপ্ত কোভিড রোগে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা শীর্ষে পৌঁছেছিল এবং তারপরে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। বর্তমানে হাসপাতালে আইসিইউ শয্যার মোট ৮৫ শতাংশে রোগী আছে। এসব তথ্য শুনে সাধারণ সম্পাদক খুবই খুশি হন।
তারপর সাধারণ সম্পাদক সি ৮৩ বছর বয়সী এক রোগীর সঙ্গে কথা বলেন। ৭ জানুয়ারিতে তিনি গুরুতর নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের আন্তরিক চিকিৎসার কারণে বসন্ত উত্সবের আগেই তিনি হাসপাতাল থেকে বের হতে পারবেন বলে আশা করছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করে তাকে নববর্ষের শুভেচ্ছা জানান সি চিন পিং।
ফুচৌ শহরের নার্সিং হোমের সঙ্গে ভিডিও-সংযোগের সময় সাধারণ সম্পাদক সেখানকার জীবনযাত্রা, চিকিৎসার অবস্থা, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং বয়স্কদের টিকাদান সম্পর্কে জানতে চান। নার্সিং হোমের দায়িত্বশীল কর্মকর্তা তাকে জানান, চলতি বছরের বসন্ত উৎসবে মোট ২০৩ জন বৃদ্ধ-বৃদ্ধা এখানে থাকবেন। লিউ সিও লান নামের একজন বৃদ্ধা সি চিন পিংকে নিজের দৈনন্দিন জীবন সম্পর্কে ধারণা দেন।
আরও পড়ুন…নোয়াখালীতে চোরাই রিকশাসহ গ্রেফতার ২
থালিমু তেলক্ষেত্রের তেল-শ্রমিকদের সঙ্গে ভিডিও-সংযোগের সময় সি চিন পিং অনেক প্রশ্ন করেন: উৎসবের সময় আপনারা কি পালাক্রমিকভাবে বিশ্রাম নিতে পারবেন?নববর্ষ উদযাপন করতে জিনিসপত্র কী কী কিনেছেন?বসন্ত উৎসব চলাকালে কিভাবে নিরাপদ উৎপাদন ও গ্যাসের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা যায়?
থালিমু তেলক্ষেত্রের দায়িত্বশীল কর্মকর্তা থিয়েন মেই সিয়া এসব প্রশ্নের উত্তরে বলেন, চলতি বছরের বসন্ত উৎসব চলাকালে মোট ২৮০ জন কাজ করে যাবেন। তবে তাদের জন্য বৈচিত্র্যময় খাবার ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবাই একসাথে স্প্রিং ফেস্টিভাল গালা উপভোগ করবেন এবং ডাম্পলিং তৈরি করবেন।
চেংচৌ রেলস্টেশনের সঙ্গে ভিডিও- সংযোগের পর সি বলেন, পরিবহন শিল্পের কর্মকর্তাবৃন্দ ও ক্যাডাররা বসন্ত উৎসবে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে বিশাল অবদান রেখে যাচ্ছেন। তিনি তাদের প্রশংসা করেন এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।
বেইজিং সিন ফা তি পাইকারী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভিডিও-কলে সি চিন পিং বলেন, খাদ্য প্রত্যেকটি পরিবারের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বিভিন্ন খাদ্যদ্রব্যের উৎপাদন ও সরবরাহ স্থিতিশীল রাখা, গুণগত মান নিশ্চিত করা, এবং দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আগে বসন্ত উৎসবের প্রাক্কালে সি চিন পিং তৃণমূল পর্যায়ে ঘুরে বেড়াতেন। কিন্তু এবার তিনি ভিডিও-লিঙ্কের মাধ্যমে জনগণের সাথে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এ প্রসঙ্গে সি বলেন, ‘ভিডিও-লিঙ্কের মাধ্যমে আমি আরও বেশি জায়গা দেখতে পারি।
আরও পড়ুন…শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
আমাদের মধ্যে ভিডিও-স্ক্রিন থাকলেও, দেশজুড়ে নববর্ষের গভীর আমেজ এবং সকলের সুখ ও আনন্দ অনুভব করতে পারি। আমার হৃদয় সর্বদা সবার সাথে এবং দেশের সকল জাতিগোষ্ঠীর মানুষের হৃদয়ের সাথে সংযুক্ত থাকে!” সাধারণ সম্পাদক সি বলেন, “আমার সবচে বড় কামনা সবার নববর্ষ শুভ হোক।”সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ
ইবাংলা/জেএন/১৯ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.