বঙ্গবাবার সঙ্গে পেপারফ্লাইয়ের চুক্তি

ডেস্ক রিপোর্ট

গ্রাহক সেবা আরও গতিশীল করতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম বঙ্গবাবা ও ডেলিভারি প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবাবার হেড অফিস দাহমাশি সেন্টারে এই চুক্তি স্বাক্ষর হয়।

Islami Bank

এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবাবা ই-কমার্সের চিফ অপারেটিং অফিসার রুকসানা কাদির, হেড অব ই-কমার্স আহমেদ ফজলে সোবহানি রবিন। আরও ছিলেন- পেপারফ্লাই’র জিএম (সেলস অ্যান্ড কী একাউন্টস) সাজ্জাদুল ইসলাম ফাহমি, সহকারী ব্যবস্থাপক (সেলস অ্যান্ড কী একাউন্টস) নাইম হোসাইন প্রমুখ।

one pherma

ই-কমার্স খাতে গতানুগতিক প্রতিযোগীতার বিপরীতে গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বঙ্গবাবা। তারই ধারাবাহিকতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান সিওও রুকসানা কাদির।

এই চুক্তির আওতায় এখন থেকে গ্রাহকরা বঙ্গবাবা থেকে অর্ডার করা পণ্যটি পেপারফ্লাইয়ের মাধ্যমে ডেলিভারি পাবেন।

Contact Us