‘সুড়ঙ্গ’ খোঁড়া শুরুর আগেই ‘কালপুরুষ’-এ আফরান নিশো

বিনোদন ডেস্ক

কিছুদিন আগে কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে ‘মানুষ’ সিনেমার শুটিং করছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ছবিটির শুটিং এখন শেষের পথে। এর আগেই জানা গেল, নতুন আরেকটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। নাম ‘কালপুরুষ’।

Islami Bank

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই অভিনেতাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। ছবিটিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

‘কালপুরুষ’ ছবির প্রযোজক টপি খান। তিনি জানান, এখন ছবিটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ। তবে ইতোমধ্যে নিশোর সঙ্গে চুক্তি সম্পাদন হয়ে গেছে।

ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন নিশো। তিনি বলেন, ‘সঞ্জয় দাদার সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে আমার। কাজগুলো সমাদৃত হয়েছে। এবার তার নির্মাণে চলচ্চিত্র করতে যাচ্ছি।

one pherma

তার কাজের প্রতি বিশ্বাস থেকেই চলচ্চিত্র করা। এখন তিনি কলকাতার জিতের ছবির কাজ করছেন। আমিও সুড়ঙ্গ ও কাইজার সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং করব। এরপরই কালপুরুষ এর শুটিং হবে। আশাকরি কালপুরুষ দারুণ একটি প্রজেক্ট হবে।’

নিশো আরও জানালেন, কালপুরুষের চিত্রনাট্য এখন তৈরি হচ্ছে। বড় প্লাটফর্মের ছবি। তাই প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। তাই শুটিং শুরু করতে কিছুটা সময়ের ব্যাপার হতে পারে।

ইবাংলা/জেএন/২৯ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us