১০০ কোটি মানুষকে টিকা দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন

ডেস্ক রির্পোট

করোনাভাইরাস প্রতিরোধে ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ার মাইলফলক অর্জন করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Islami Bank

অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানবজাতির ওপর করোনা মহামারির সব চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি ভারত এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে বড় পদক্ষেপ।

মোদিকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার একটি গণটিকা কর্মসূচি পরিচালনা করছে। ইতোমধ্যে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকা দেওয়া হয়েছে ছয় কোটির বেশি মানুষকে।

one pherma

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস।

সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।

টি/আর

Contact Us