প্রভাস-কৃতির বাগদানের খবর নিয়ে যা জানা গেলো

বিনোদন ডেস্ক

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।

Islami Bank

বাহুবলী তারকা প্রভাস ও কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন। শুধু সম্পর্কের খবরই নয়, তারা বাগদান সাড়ছেন এমন খবরও প্রকাশ্যে এসেছে।

তবে সেই গুঞ্জন বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। প্রভাসের টিম থেকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে খবরটি মিথ্যা বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, মূলত একজন চলচ্চিত্র সমালোচকের টুইটে বাগদানের গুজবটি ছড়ায়। তিনি দাবি করেন, আগামী সপ্তাহে মালদ্বীপে প্রভাস ও কৃতির বাগদান হবে।প্রভাসের এক সহকারী বলেন, ‘প্রভাস-কৃতি ভালো বন্ধু। বাগদান করতে যাওয়ার খবরটি সত্য নয়।’

one pherma

‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে।

আরও পড়ুন…আল আহলিকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ‘ইনজুরি জর্জরিত’ রিয়াল মাদ্রিদ

সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। আগামী ১৬ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ইবাংলা/ জেএন/৯ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us