ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের ১ মাসের বেতন দেবেন তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষকে নিজেদের এক মাসের বেতন ত্রাণ হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এবং ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

Islami Bank

জানা গেছে, সাইয়ের এক মাসের বেতন ৪ লাখ তাইওয়ানিজ ডলার, যা ১৩ হাজার ৩০০ মার্কিন ডলারের সমান (১ ডলার= ৩০ দশমিক শুন্য পাঁচ তাইওয়ানিজ ডলার)। বাংলাদেশি টাকায় তা প্রায় ১৪ লাখ ১৭ হাজার টাকা (৯ ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী ১ ডলার= ১০৬ দশমিক ৫৬ ডলার)।

আঙ্কারায় এরই মধ্যে সাই ও লাইয়ের বেতন ছাড়াও কিছু ত্রাণ পাঠিয়েছে তাইপে। দেশ পুনর্গঠনে তাইওয়ানের এ সহযোগিতা তুরস্কের কাজে লাগবে বলে আশা করছেন তারা।

আগামী বছর হতে যাওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে সাই ও লাই দুজনেরই। নির্বাচনের আগে তাদের এমন মানবিক সিদ্ধান্ত জনমনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি করছেন অনেকে।

আরও পড়ুন…আল আহলিকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ‘ইনজুরি জর্জরিত’ রিয়াল মাদ্রিদ

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, তুরস্কের ভূমিকম্প দুর্গতদের ২০ লাখ ডলারের ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্বায়ত্তশাসিত দ্বীপটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের উদ্ধারে চলা কার্যক্রমে সহায়তায় করতে দুটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে তারা।

one pherma

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভিডিও কলের মাধ্যমে তুরস্কে উদ্ধারকাজে অংশ নেওয়া তাইওয়ানিজ দলের কয়েকজনের সঙ্গে কথা বলেন সাই। পরে নিজের ফেসবুক পেইজে লেখেন, ঝুঁকিতে ভয় না পেয়ে তুরস্ক যাওয়া দলের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাইওয়ান ও তুরস্ক যেন সবসময় একে অপরের পাশে থাকতে পারে।

বৃহস্পতিবার তাইপেইতে ডি ফ্যাক্টো তুর্কি দূতাবাস পরিদর্শন করেন সাই। এসময় তিনি একটি সমবেদনাপত্রে সই করেন ও লেখেন, আমার হৃদয় তুরস্কের ভূমিকম্প দুর্গত মানুষের জন্য দুঃখভারাক্রান্ত। এমন পরিস্থিতিতে তাইওয়ান তুরস্কের পাশে রয়েছে।

এদিকে, বিশ্বের অনেক দেশের মতো তুরস্কেরও তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দুই পক্ষই একে অপরের রাজধানীতে দূতাবাস সমপর্যায়ের কার্যালয় চালু রেখেছে। তাছাড়া ইস্তাম্বুল ও তাইপের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু রয়েছে।

আরও পড়ুন…প্রভাস-কৃতির বাগদানের খবর নিয়ে যা জানা গেলো

প্রায়ই ভূমিকম্পের কবলে পড়ে তাইওয়ান। ১৯৯৯ সালে দ্বীপটিতে হওয়া এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ। সেময় তাইওয়ানে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়ে সাহায্য করেছিল আঙ্কারা।

ইবাংলা/ জেএন/৯ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us