পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষরিত কোনো সুপারিশ বা ডিও লেটার পেলে তা যাচাই করেই পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অনুরোধ করা হয়।
সোমবার (২৪ অক্টেবর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দুটি ভুয়া সুপরিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। একারণেই পররাষ্ট্রমন্ত্রীর নামে স্বাক্ষরিত যেকোনো সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
এর আগে সেতুমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও অন্যান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর জাল করার অভিযোগ আসে। এছাড়া বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার ঘটনায় দায়ের করা একটি মামলায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।