ইবিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসন ভবনের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

Islami Bank

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, ই-গভর্ন্যান্সের সুবিধা হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, অফিস আপনার নখদর্পণে থাকবে। আপনি যে কোন স্থান থেকে অফিস পরিচালনা করবে পারবেন।

তিনি আরও বলেন, আমরা এগিয়ে থাকা জনগোষ্ঠীর একজন হতে চাই, এটা আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।

one pherma

এছাড়া অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট (ইনোভেশন) রবিউল ইসলাম, (এনআইএস) মোঃ মামুন, (সিটিজেন চার্টার) মোঃ জহিরুল ইসলাম।

আরও পড়ুন…বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নিশ্চয়তা নেই

উল্লেখ্য, মোঃ আলমগীর হোসেন খান সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অফিস প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ইবাংলা/ জেএন/১২ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us