বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নিশ্চয়তা নেই

ক্রীড়াঙ্গন ডেস্ক

আগামী মাসে বাংলাদেশ সফর করার কথা ছিলো আয়ারল্যান্ডের। বাংলাদেশের মাটিতে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ পার করে মে মাসে আবার আয়ারল্যান্ড সফর করার কথা বাংলাদেশের।

Islami Bank

সেই সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। তবে সেই টি-টোয়েন্টি সিরিজ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আইরিশ ক্রিকেট বোর্ড থেকে এখনও নিশ্চিত করে বিস্তারিত জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাই সিরিজটি মাঠে গরাবে কিনা সেটি নিয়েই এখন শঙ্কা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের কাছে বলেন, ‘এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’

ওয়ানডের ব্যাপারে জানা গেলেও আইরিশ বোর্ড থেকে টি-টয়েন্টির ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। বিসিবির এই পরিচালক বলেন, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়।

one pherma

এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’

আয়ারল্যান্ড পরী সিরিজ খেলতে চাইলে সেটা মেনে নেওয়া হবে বলেও জানান জাল্লা ইউনুস। তিনি বলেন, ‘পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না।

আরও পড়ুন…কমছে জীবিত উদ্ধারের সম্ভাবনা, মৃত ২৯ হাজার ছাড়াল

তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’

ইবাংলা/ জেএন/১২ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us