ঘরে আগুন দেওয়ার ভিডিওর বিষয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া বরগুনা

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার পুলিশ সদস্যের বাড়িতে বড় ভাইয়ের আগুন দেওয়ার ভাইরাল ভিডিওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে হলরুমে সংবাদ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

এ সময় পুলিশ সুপার আবদুস ছালাম বলেন, গত ২দিন ধরে সোশ্যাল মিডিয়ায় শিমান্ত বাবু নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ঘরে আগুন দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

এ বিষয়টি সম্পূর্ণ নিজের রটানো। তার কারণ বরিশাল জেলার সাময়িক বরখাস্ত করা পুলিশ কনস্টেবল কং নম্বর ১০৪৪ মো. কাওসার শনিবার (১১ ফেব্রুয়ারি) বরগুনা ডিবি পুলিশ ২ কেজি গাঁজাসহ গ্রেফতার হন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর থানার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আমড়াঝুড়ি গ্রামে।

আরও পড়ুন…নড়াইলে দু’টি বিদ্যালয়ের টিন ও গাছ চুরি করে বিক্রির অভিযোগ

one pherma

ফেরদৌস হোসেন বাবুর ছোট ভাই কাওসারের গ্রেফতারের খবর পেয়ে ডিবি পুলিশের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডিবি পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে তিনি মিথ্যা ও পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে নিজ ঘরে খড় কুটা দিয়ে আগুন দেয়। পরবর্তীতে নিজে নিভিয়ে ফেলেছে বলে জানান ।

এ ঘটনায় পুলিশ সুপার বলেন, ফেসবুক আইডি থেকে সবাইকে এ আগুনের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক তা মুছে ফেলার অনুরোধ জানানো হয়। এবং শেয়ার করা থেকে বিরত থাকার আহবান করেন।

পরবর্তীতে সাংবাদিকসহ সব সচেতন মহলের কেউ আপলোড বা শেয়ার করলে তাকে আইনের আশ্রয় নিয়ে আসা হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, পুলিশে কর্মরত ব্যক্তিরা এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

ইবাংলা/ জেএন/১৩ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us