নোয়াখালীতে ইঁদুরের ফাঁদে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক তরুণ মারা গেছে। নিহত মো.তারেক (২০) ওই এলাকার বক্তারপুর হাজি বড়ির অটোরিকশাচালক শামসুল আলমের ছেলে।

Islami Bank

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে তারেক ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার পথে অন্ধকারে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়ে।

one pherma

পরে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি।

ইবাংলা/ জেএন/১৩ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us