নারীদের ২ দিন ব্যাপী কারিতাসের জৈব কৃষি ও পশুপালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, মধুপুর( টাঙ্গাইল) -

টাঙ্গাইলের মধুপুরে নারীদের কারিতাসের বসতবাড়িতে জৈব কৃষি চাষাবাদ ও গৃহ পালিত পশুপালন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

জলছত্র কারিতাস অফিসের হল রুমে গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারী কারিতাসের আলোক- ৩ প্রকল্পের মাধ্যমে স্থানীয় গারো সম্প্রদায়ের নারী কৃষক দলের সদস্যদের মাঝে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

জৈব কম্পোস্ট সার নিজের বসত বাড়ির আঙিনায় তৈরি করে জৈবিক উপায়ে বিষমুক্ত পরিবেশ সম্মত ভাবে সবজি চাষ, ফল ফসল চাষের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। জৈব সার তৈরির কলা কৌশল হাতে কলমে শিখানো হয়।

জৈব বালাইনাশক পদ্ধতিতে কিভাবে বিষ ব্যবহার না করে সহজে পরিবেশ সম্মত সবজি চাষ করে নিজের পুষ্টির জাহিদা পূরণের পাশাপাশি লাভ হওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন…নিয়োগ বিজ্ঞপ্তি

নিজেদের বাড়িতে গৃহ পালিত পশুপালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। গৃহ পালিত পশুর জাত নির্বাচন, বাসস্থান,ঘাস চাষ পদ্ধতি গুরুত্ব দিয়ে বাড়িতে গবাদি পশু পালনের উপর আলোচনা করা হয়। জমি নির্বাচন, চাষ পদ্ধতি, বীজ বাছাই, বীজ সংরক্ষণসহ কৃষি বিষয়ে নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

one pherma

প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল।

কারিতাসের প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন,, এড. দীনেশ দারু,কারিতাসের আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন বাঁধন চিরান, কারিতাসের কৃষি কর্মকর্তা এনা নকরেক, মাঠ কর্মকর্তা সূচনা রুরাম প্রমুখ।

আরও পড়ুন…উৎসব মুখর পরিবেশে বসন্তকে আলিঙ্গন করল ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার

প্রশিক্ষণে ২০ জন নারী সদস্য অংশ গ্রহন করে। পরে গায়রা গ্রামে সবজি বাগান ঘুরে দেখেন প্রশিক্ষনার্থীরা। প্রশিক্ষণে অংশ নেয়া প্রত্যককে ৬ হাজার টাকা করে কৃষি সহায়তা প্রদান করা হয়।

ইবাংলা/ জেএন/১৪ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us