ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি-ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি:

ভাষা শহীদদের আত্মত্যাগের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। ভাষা শহীদদের স্মরণে এইরকম আলোচনা একজন শিক্ষার্থীর শুদ্ধাচারই অংশ। এসময় তিনি সবাইকে বই পড়ার আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ভাষা শহীদদের স্মরণে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

Islami Bank

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় অনুষদ ভবনের পার্শ্ববর্তী বাংলা মঞ্চে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া।

এসময় নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান।

এসময় প্রধান বক্তা অধ্যাপক ড. শাখাওয়াৎ আনসারী বাংলা ভাষার ইতিহাস, তার ব্যবহার এবং বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন।

one pherma

তিনি রাশিয়াকে উদাহরণ করে বলেন, রাশিয়ায় যেকোনো বিষয়ে পড়তে গেলে প্রথমে সে দেশের ভাষা ও সাহিত্য, ইতিহাস এবং সে দেশের ফিলোসোফি বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়।

আরও পড়ুন…২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ১৩

কিন্তু আমাদের দেশে যে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে সেদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ নেই। দেশের প্রধান পাঁচটি ক্ষেত্র যেমন প্রশাসন, শিক্ষা, আইন-আদালত, ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তিগত ক্ষেত্র সব জায়গায় বাংলা ভাষার ব্যবহার করা হয় না আর। অর্থাৎ আমরা যে বাংলা ভাষাকে ভালোবাসার জন্য শিক্ষা গ্রহণ করি এই শিক্ষা গ্রহণ করে আমরা বাংলাকে অবহেলা করি।

উল্লেখ্য, সভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন।

ইবাংলা/ জেএন/১৫ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us