সেই শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট

শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এর ভিত্তিতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশও করা হয়েছে।

Islami Bank

একই সঙ্গে ঘটনার শিকার শিক্ষার্থীদের মানসিক চিকিৎসারও সুপারিশ করা হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার ও লিখিত মতামত নেয়।

one pherma

এতে দেখা যায় ফারহানা ইয়াসমিন শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা, চলাফেরা নিয়ে নিয়মিত গালিগালাজ ও কটুক্তি করতেন। এছাড়া শিক্ষার্থীদের গোয়েন্দা সংস্থার ভয়ও দেখাতেন ওই শিক্ষক।

গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Contact Us