রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কালশী বালুর মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করেন।
স্থানীয় বলছেন, এটি রাজধানীবাসীর জন্য যোগাযোগব্যবস্থার আরেকটি মাইলফলক। মিরপুরের মানুষের জন্য এটা একটা আশীর্বাদস্বরূপ।
১ হাজার ১২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়া ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। এর ফলে মিরপুর থেকে ১০-১৫ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়।
সড়ক, ফুটপাত এবং ড্রেনের উন্নয়নকাজও করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ করা হয়েছে ১৩ দশমিক ২৭৫৫ একর। ফ্লাইওভার নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হয়েছে।
এনসিসির কালশী ফ্লাইওভারের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ফ্লাইওভারসংলগ্ন সড়ক সম্প্রসারণ হলে ভাসানটেক এলাকার মানুষও ব্যাপকভাবে উপকৃত হবেন।
প্রকল্পের আওতায় রয়েছে চলন্ত সিঁড়িসহ দুটি ফুটব্রিজ নির্মাণ, একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, সাইকেলের জন্য আলাদা লেন, ছয়টি বাস বে ও যাত্রীছাউনি, আরসিসি ড্রেনসহ দুই মিটার চওড়া ফুটপাত (উভয় পার্শ্ব), অযান্ত্রিক যানবাহন লেন (উভয় পার্শ্বে) ও পাবলিক টয়লেট একটি।
মিরপুর ডিওএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বর দিকের প্রান্ত থেকে ফ্লাইওভারে ওঠা যাবে। কালশী রোড প্রান্ত দিয়ে নামার সুযোগ রয়েছে, ওঠা যাবে না।
ইবাংলা/ টিএইচকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.