নগর উন্নয়ন পরিকল্পনায় আলোচনা সভা অনুষ্ঠিত

রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি:

 

নড়াইল পৌরসভার আয়োজনে নগর উন্নয়ন পরিকল্পনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র আঞ্জুমান আরা’র সভাপতিত্বে পৌর নগর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু। আরোও বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন।

আরও পড়ুন…৮ জেলেকে কুপিয়ে ও ৯ জেলেকে জিম্মি করে ডাকাতি

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তায়েব আলী আছাদ।

দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার মাছুদ হাসান, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মো: রেজাউল বিশ্বাস, প্যানেল মেয়র কাজী জহিরুল হক, মহিলা কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, কাউন্সিলর মো: রাজু আহম্মেদ, কাউন্সিলর বাবলু মোল্যা প্রমুখ ।

সভায় পৌরসভার নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করে মেয়র আঞ্জুমান আরা বলেন, আমরা ইতোমধ্যে পৌরসভার নগর উন্নয়ন পরিকল্পনায় পৌর কবরস্থানের নতুন সিমানা প্রাচীর ও মাটি ভরাট সংস্করণে ৮০ লক্ষ টাকা কাজের অনুমোদন পেয়েছি।

এছাড়া দক্ষিণ নড়াইল কবরস্থান থেকে মাছিমদীয়া হয়ে হাটবাড়িয়া বিজয়পুর সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজের প্রকল্প জামা দিয়েছি।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us