বিএনপির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট :

সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সমাবেশে অংশ নিতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন দলটির নেতাকর্মীরা। সে সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

Islami Bank

বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

নয়াপল্টনে বিএনপি-নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সকালে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ডাকা সমাবেশ শেষে এ সংঘর্ষ হয়।

পুলিশের মতিঝিল জোনের ডিসি জানান, বিনা উস্কানিতেই পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে পুলিশকে দোষারোপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

one pherma

এর আগে গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের মুক্তি, কুমিল্লার ঘটনার বিচার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সকালে বিএনপির এ কর্মসূচি শুরু হয়।

সভায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। এসময় খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।

ইই

Contact Us