র‍্যাগিং ও যৌন নিপীড়ন রোধে ইবি ছাত্রলীগের শক্ত অবস্থান

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

র‍্যাগিং ও যৌন নিপীড়ন বিরোধী বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচিতে ছিল মিছিল, আলোচনা সভা ও লিফলেট বিতরণ।

Islami Bank

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে র‍্যাগিং বিরোধী পদযাত্রার আরম্ভ করা হয়।

পদযাত্রাটি অনুষদ ভবনের সামনে হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল অতিক্রম করে বটতলায় সমবেত হয়ে। এসময় সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন হয়।

এ কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাপাত সভাপতিত্ব করেন। এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, রাকিবুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হোসাইন মজুমদার সহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

one pherma

সেখানে হলসমূহ’সহ ছাত্রলীগ প্রায় সহস্রধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সকল সমালোচনার উর্ধ্বে ছাড়িয়ে নবীনদের সাথে ছাত্রলীগ সুসম্পর্ক গড়ে তুলবে।

জননেত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করার জন্য যে চ্যালেঞ্জ তাকে স্বাগত জানিয়ে ইবি শাখা ছাত্রলীগ সামনে আধুনিক, উন্নত, জ্ঞানমনস্ক একটি যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মিছিল ও আলোচনা সভা শেষে ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিং বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us