যুক্তরাষ্ট্রে একদিনে ৯ টর্নেডোর তাণ্ডব

বন্যা ও তীব্র তুষারঝড়ের মধ্যেই প্রলয়ংকারী টনের্ডোর তাণ্ডবের কবলে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতে অন্তত ৯টি টর্নেডো রেকর্ড করা হয়েছে। কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন।

Islami Bank

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কানসাস, ওকলাহোমা ও টেক্সাসের উত্তর-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলে উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। রাজ্যগুলোতে ১২ হাজার ঘরবাড়ি-স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংযোগ পুনঃস্থাপন করতে বিপাকে পড়েছেন জরুরি সেবাকর্মীরা।

one pherma

এরই মধ্যে নরম্যান শহরে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। অন্যদিকে প্রচণ্ড তুষারঝড়ে বিপর্যস্ত মিশিগান রাজ্য। এক লাখ ৩০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন।

সূত্র: সিএনএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us