নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পুতিনের শুভেচ্ছা

বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Islami Bank

সম্প্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’ ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস এ কথা জানিয়েছে।

one pherma

পুতিন বলেন, বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার (মোহাম্মদ শাহাবুদ্দিন) কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরও জোরদার করবে।’

তিনি নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us