বামনার সন্তান মোহাম্মদ আলী ওমরাহ পালনে গেছেন

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনা জেলার বামনা উপজেলা পশ্চিম সফিপুর গ্রামের এক মুসলিম পরিবারের সন্তান লন্ডন প্রবাসি মোহাম্মদ আলী ওমরাহ পালনের উদ্দেশ্য পবিত্র মক্কা মদিনার পথে রওয়ান দিয়েছেন। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে পবিত্র মক্কা নগরী সৌদি আরবের রওনা হয়েছেন।

Islami Bank

মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, তিনি বরগুনাসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। এছাড়াও তাহার কথা ও চলাচলে যদি কেহ বা কাহারা কোন প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে যেন নিজগুণে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

one pherma

তিনিও বরগুনা বামনাবাসিসহ দেশের সকলের মঙ্গলসহ সকল আত্মীয় স্বজনের জন্য পবিত্র মক্কার কাবা ও মসজিদে নববীতে গিয়ে মহান রবের নিকট দোয়া করবেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us