এক নজরে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি

বাংলাদেশের ক্রিকেটে পরিচিত নাম আয়ারল্যান্ড। এই দলটির সঙ্গে প্রায় ১৫ বারের মতো দেখা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। সবগুলো হয়েছে ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে। তবে দুই দল একবারও দেখা হয়নি টেস্ট ফরম্যাটে। প্রথমবারের মতো দুই দলের দেখা হবে টেস্ট ফরম্যাটে।

Islami Bank

আগামী ১২ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে আইরিশরা। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০র সঙ্গে সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দল দুটি। আর টেস্ট ফরম্যাটে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসবে অ্যান্ডি বালবির্নি-হ্যারি টেক্টররা।

মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। তবে আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।

গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এবার সিরিজের ওয়ানডে ম্যাচ গুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে ১৮ মার্চ, দ্বিতীয় ওয়ানডে ২০ মার্চ এবং ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মুখোমুখি হবে দুই দল।

এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সবগুলো টি-২০। প্রথম ম্যাচটি হবে ২৭ মার্চ। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ।

one pherma

এরপর ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এ ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে আইরিশদের বাংলাদেশ সফর।

একনজরে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচি :

তারিখ ম্যাচ ভেন্যু
১৮ মার্চ প্রথম ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২৬ মার্চ প্রথম টি-২০ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮ মার্চ দ্বিতীয় টি-২০ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩০ মার্চ তৃতীয় টি-২০ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ এপ্রিল একমাত্র টেস্ট শেরে-ই- বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us