ফের ফেসবুকে ম্যাসেঞ্জার অ্যাপ ছাড়াই চালু হবে ইনবক্স

কাউকে বার্তা (মেসেজ) পাঠাতে মোবাইলে ব্যবহারের উপযোগী ফেসবুক অ্যাপের যে নিজস্ব ইনবক্স ছিল, ২০১৪ সালে তা বাতিল করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ইনবক্সের জায়গায় আনা হয় ম্যাসেঞ্জার নামের একটি অ্যাপ। ৯ বছর পর আবারো সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার এক ব্লগপোস্টে কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপে ফের চালু করা হচ্ছে মেসেজ ইনবক্স।

Islami Bank

ফেসবুক কোম্পানির সাম্প্রতিক এক ব্লগপোস্টে বলা হয়, ‘ফেসবুক অ্যাপের মাধ্যমে ম্যাসেঞ্জার ইনবক্সে ব্যবহারকারী ঠিকমতো অ্যাক্সেস পান কিনা, সেজন্যই আমরা (ফেসবুকের নিজস্ব মেসেজ ইনবক্স বাতিলের) সিদ্ধান্তটি নিয়েছিলাম। এখন আমরা এই পরীক্ষাকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে চাচ্ছি,’

one pherma

২০১৪ সালে যখন অ্যাপ থেকে ফেসবুকের নিজস্ব মেসেজ ইনবক্স মুছে দিল কোম্পানি কর্তৃপক্ষ, তখন থেকেই তা ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রাহকদের সেই দাবির প্রতিফলন ঘটেছে কিনা— সে সম্পর্কে কিছু বলা হয়নি কোম্পানির ব্লগপোস্টে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us