ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

Islami Bank

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজন রোগী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সারাদেশে ২৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে ১৪ জন ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ৩৬৯ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন।

one pherma

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৭৩১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us