করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৬

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৪০ শতাংশে। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৪৫ জনে স্থির আছে।

Islami Bank

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ৭

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৫টি পরীক্ষাগারে ১ হাজার ৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে নতুনদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জনে।

one pherma

আরও পড়ুন>চালু হচ্ছে মেট্রোরেলের আরও ২ স্টেশন

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৪০ ভাগ। এনিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৫ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৬ জন। তাদের নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ২৮৩ জনে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us