ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহী রোগটিতে এখন পর্যন্ত মোট ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৯ জনেই স্থির আছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>টাইগারদের ১৫৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড

এতে বলা হয়, বুধবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীরা সবাই ঢাকার বাসিন্দা।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন। এছাড়া ঢাকার বাইরে ১৪ জন চিকিৎসাধীন।

আরও পড়ুন>চালু হচ্ছে মেট্রোরেলের আরও ২ স্টেশন

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৮ মার্চ পর্যন্ত মোট ৭৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us