রংপুরে বাস খাদে পড়ে ২ জন নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পাগলাপীর বটতোলা এলাকায় ময়না পরিবহনের একটি বাস খাদে পড়ে দুই জন নিহত আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুরের পাগলাপীর ভিন্নজগৎ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক আব্দুল হামিদ।

Islami Bank

আরও পড়ুন…শুধুমাত্র সাক্ষাৎকার দিয়ে- চাকরিতে যোগ দিন

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, জলঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের এক বাস সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পাগলাপীর পার হয়ে বটতলা নামক স্থানে ভিন্ন জগৎ সড়কের খাদে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা গেছেন। একজনের আনুমানিক বয়স ২৫ ও অন্যজনের ৪৫ হবে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

one pherma

আরও পড়ুন…সুলতানস ডাইনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি অভিযোগকারিদের

গাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us