মদিনায় প্রথম পরীক্ষায় নামছে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক:

ব্রুনাই ও সিশেলসের সঙ্গে নিয়ে আগামী ২২ মার্চ থেকে সিলেটে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ফুটবল দল। আসন্ন এই ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে সৌদি আরবে নিজেদের প্রস্তুতি সারছেন জাতীয় দলের ফুটবলাররা।

Islami Bank

আরও পড়ুন…রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)১

সৌদি আরবের মদিনায় অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবেন জামাল ভূঁইয়ারা। আজ রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্লাব ওহোদের মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শনিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

one pherma

চার দিন পর আগামী বুধবার (১৫ মার্চ) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দল মালাবির খুখোমুখি লাল-সবুজবাহিনী। তবে দুটি ম্যাচই ক্লোস ডোর বিধায় ওই ম্যাচের রেজাল্ট ও ছবি প্রকাশ করা হবে না বলে এক বিবৃতিতে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন…বাংলাদেশ সফরের আগে তিন পরিবর্তন আয়ারল্যান্ড দলে

প্রস্তুতি ম্যাচের আগে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, আমরা কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করছি। সকালে জিম আর বিকেলে প্র্যাকটিস করছি। প্রথম ম্যাচ খেলার জন্য পুরো দল রোমাঞ্চিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, ভালো একটা রেজাল্ট এনে দিতে পারব।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us