‘রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসি ১৫ ব্যালন ডি’অর জিততো’

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্ক দীর্ঘদিনের। রোনালদো এখন পর্যন্ত ৫টি ব্যালন ডি’অর জিতেছেন। অন্যদিকে মেসি জিতেছেন ৭টি ডি’অর। রোনালদো যা অর্জন করেছেন সবই কঠোর পরিশ্রমের মাধ্যমে। রোনালদোর মতো মেসি পরিশ্রমী হলে ১৫টি ব্যালন ডি’অর জিততো বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ প্যাট্রিক এভরা।

Islami Bank

আরও পড়ুন…বাংলাদেশ সফরের আগে তিন পরিবর্তন আয়ারল্যান্ড দলে

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্কে সবসময় রোনালদোর পক্ষ নিয়েছেন ফরাসি লেফট ব্যাক এভরা। কাতার বিশ্বকাপ জিতে মেসি সেরার বিতর্কের অবসান ঘটিয়েছেন বলে মনে করেন অনেকেই। তবে এবারও রোনালদোকেই এগিয়ে রাখলেন এভরা। তিনি বলেন, ‘আমি মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখব তার পরিশ্রমের জন্য। মেসির প্রতিভা ঈশ্বরপ্রদত্ত, রোনালদো নিজের যোগ্যতায় সব অর্জন করেছে।’

one pherma

আরও পড়ুন…টি-টোয়েন্টিতে ইংলিশদের হারিয়ে টাইগারদের ইতিহাস

এভরা আরও বলেন, ‘মেসি যদি রোনালদোর মতো পরিশ্রমী হতো তাহলে এত দিনে তার ১৫ টি ব্যালন ডি’অর থাকতো। আমার কাছে রোনালদোই সেরা। সে অন্য ধরনের খেলোয়াড়। কেউ চাইলে মেসিকে পছন্দ করতেই পারে। আমি এই দুই ফুটবলারের মধ্য তুলনা করতে চাই না।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us