ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার মেহজাবীনের

নিজস্ব প্রতিবেদকঃ

ফলোয়ার বিবেচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। তার ফেসবুক ফ্যানপেজে চোখ রাখলেই টের পাওয়া যায়। যার দখলে এখন ১০ মিলিয়ন ফলোয়ার। এবার সেই বিস্ময়টিও ছাপিয়ে গেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি বড় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামও নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে।

Islami Bank

আরও পড়ুন… ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে আজ

শুধু তাই নয়, বাংলাদেশের আর কোনও তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এত সংখ্যক অনুসারী নেই।

one pherma

৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া। যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।
ইনস্টাগ্রামে শীর্ষে পৌঁছানো প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী এক বার্তায় বলেন, ‌ইনস্টাগ্রামের একটা অডিয়েন্স আছে। যারা ফেসবুকের চেয়ে খানিকটা আলাদা। তারা আমাকে অনুসরণ করে, এটা আমার জন্য ভালো লাগার। আজই (১০ মার্চ) ৫০ লাখ ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে দিলাম, এটা অন্যরকম এক ভালো লাগা। যারা আমাকে অনুসরণ করছেন তাদের আন্তরিক ভালোবাসা জানাই।

এই অর্জনটিকে মেহজাবীন ঘরোয়া আয়োজনে কেক কেটে উদযাপন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us