অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাদিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গতকাল সোমবার রাতে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। চলতি বছরের শুরুর দিকেও তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস না পেরোতে আবারও গুরুতর অসুস্থ হন তিনি। ফেসবুকে নাদিয়া লিখেছেন, প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুল্লিাহ।

Islami Bank

আরও পড়ুন…বলিউড অভিনেতা সতীশের মৃত্যুতে এবার এলো দাউদ ইব্রাহিমের নাম!

one pherma

চলতি বছরের ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাদিয়া। কয়েক দিন হাসপাতাল থাকার পর সুস্থ হয়ে বাসায় ফেরার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। অল্প সময়ের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। সুুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাদিয়া।

ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us