কেন এখনও সিঙ্গেল, জানালেন মিমি

নিজস্ব প্রতিবেদকঃ

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠও দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়িকা। অভিনয়-সৌন্দর্য আর রাজনীতির মাঠে বিচক্ষণতায় মুগ্ধ ভক্তরা। লাখ লাখ ভক্ত পাগল তার জন্য। পর্দায় কিংবা রাজনীতি সবখানেই যতখানি না চেয়েছেন তার চেয়ে বেশি সফলতা ধরা দিয়েছে তার কাছে। কিন্তু সকলের মনে প্রশ্ন কেন বিয়ের পিঁড়িতে বসছেন না মিমি।

Islami Bank

আরও পড়ুন…অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাদিয়া

মিমি বলেন, বন্ধুরা, আমি খুঁজে বের করেছি, কেন এখনো আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে, যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনো আমার জীবনে কেউ আসেনি।

one pherma

রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামের রিল পোস্টে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোই রসিকতার ছলে এই রিল বানানো। প্রসঙ্গত, আগামীতে মিমিকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার ছবি ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জুটিতে দেখা যাবে তাকে।

ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us