ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ

ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। আজ তিন ম্যাচের শেষ খেলায় জয় পেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে ইংলিশরা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।

Islami Bank

আরও পড়ুন…লরিসের বিকল্প খুঁজছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম, নজর মার্টিনেজে

রনি তালুকদারকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা করেছেন অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাস। ওপেনিং জুটিতে তাড়া ৪৫ বলে ৫৫ রানের ‍জুটি গড়েন। ২২ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন রনি। এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন লিটন। এই জুটিতেই ক্যারিয়ারের ৬৮তম টি-টোয়েন্টিতে তুলে নেন নবম ফিফটি।

one pherma

ক্রিস জর্ডানের বলে পুল খেলতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৫৭ বলে গড়া তার ৭৩ রানের ইনিংসটিতে ছিল ১০টি চারের সঙ্গে একটি ছক্কার মার। ৩৬ বলে এক চার আর দুই ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। ৬ বল খেলে ৪ রানে অপরাজিত থাকেন সাকিব।

ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us