টেকনাফে পাহাড় থেকে শিক্ষার্থীসহ সাতজন অপহরণ

নিজস্ব প্রতিবেদকঃ

টেকনাফে বাহারছড়ায় পাহাড়ি অঞ্চলে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়ে সাতজন অপহরণের শিকার হয়েছেন। টেকনাফে বাহারছড়ায় পাহাড়ি অঞ্চল থেকে অস্ত্রের মুখে সাতজন বাংলাদেশিকে একদল সন্ত্রাসী অপহরণ করেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি হাফিজুল ইসলাম। অপহরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়।

Islami Bank

আরও পড়ুন…রমজানে পোলট্রি মুরগির দাম বাড়বে না

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলো গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। এরমধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র।

one pherma

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে জাহাজপুরা পাহাড়ের কাছে কেউ পানের বরজে, কেউ গরু নিয়ে, আবার কেউ ক্ষেতে কাজ করতে যায়। এসময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়। এ ঘটনার পর পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us