অ্যাকশন দৃশ্যের শ্যুটে আহত দিব্যা

নিজস্ব প্রতিবেদকঃ

এ সময়ের পরিচিত মুখ অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা কুমার। নিজের পরবর্তী সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পাড় করছেন এ উঠতি অভিনেত্রী। তবে এবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হওয়া কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই দেখা যায় দিব্যার ফর্সা গালে লাল লাল ছোপ। আর সেই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

Islami Bank

আরও পড়ুন…স্বামীকে সুখ দিতে না পারায় আক্ষেপ ইন্দ্রাণীর

ছবির ক্যাপশনে দিব্যা লিখেছেন, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট চলাকালীন গুরুতর আহত হই। তবে থামলে চলবে না। শো মাস্ট গো অন। আপনাদের আশীর্বাদ কাম্য। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন দিব্যা। তবে কোন সিনেমার শুটিং গিয়ে এমন অঘটন তা জানাননি দিব্যা।

one pherma

প্রায় ২০টি মিউজিক ভিডিওর পরে দিব্যা ছবি পরিচালনায় হাত দেন। তার পরিচালিত প্রথম ছবি ‘ইয়ারিয়ান’, তার পর ‘সানাম রে’। খুব শীঘ্রই আসতে চলেছে ‘ইয়ারিয়ান ২’। এই সিনেমায় দিব্যার বিপরীতে দেখা যাবে অভিনেতা যশ দাশগুপ্তকে।

ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us