ভারতীয় রেল স্টেশনের টিভিতে হঠাৎ পর্ন ভিডিও চালু!

ছুটির দিনের সকালে বেড়াতে যাওয়ার জন্য একটি ভারতীয় রেল স্টেশনে মানুষের ভিড় সবে জমতে শুরু করেছে। ঠিক এই সময়ে ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির পর্দায় তাকিয়ে চমকে গেলেন উপস্থিত যাত্রীরা। স্টেশনে সার দিয়ে লাগানো টিভির পর্দায় তখন চলছে পর্ন ভিডিও। রোববার সকাল সাড়ে ৯টায় এমন ঘটনা সংঘটিত হয়।

Islami Bank

ঘটনাস্থল— বিহারের পটনা রেল স্টেশন। ১০ নম্বর প্ল্যাটফর্মে সেই সময় উপস্থিত ছিলেন বহু নারী এবং কমবয়সী কিশোর-কিশোরীও। তাদের সামনেই প্ল্যাটফর্মের টিভিতে এমন দৃশ্য চালু হওয়ায় অস্বস্তিতে পড়েন অধিকাংশ যাত্রী। দ্রুত যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় জিআরপি এবং আরপিএফের কর্মকর্তাদের কাছে। তবে খবর পেয়েও সঙ্গে সঙ্গে ওই ভিডিও বন্ধ করতে পারেনি জিআরপি।

আরও পড়ুন: প্রতারণা ও চাঁদাবাজির মামলা: হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের কারাদণ্ড

রেল স্টেশনে লাগানো এই ধরনের টিভি পর্দায় সাধারণত বিজ্ঞাপন দেখানো হয়। দেখানো হয় খবরের ক্লিপিং এমনকি, জনসচেতনতামূলক ভিডিও। তবে কী দেখানো হবে, তা ঠিক করে নির্দিষ্ট এজেন্সি। ভারতীয় রেলের পক্ষ থেকে এই ধরনের এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়। তারাই বিষয়টি দেখাশোনা করে। পটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে ওই টিভি পর্দার দায়িত্ব ছিল ‘দত্ত কমিউনিকেশন’ নামে একটি সংস্থার। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন জিআরপির কাজ করতে দেরি হচ্ছে দেখে রেলের নিজস্ব পুলিশবাহিনী আরপিএফের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ওই সংস্থার সঙ্গে। অবিলম্বে বন্ধ করতে বলা হয় ওই পর্ন ভিডিওর ক্লিপিং।

one pherma

আরও পড়ুন: আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

কিন্তু পুরো প্রক্রিয়ায় প্রায় তিন মিনিট সময় লেগে যায়। পটনার ১০ নম্বর প্ল্যাটফর্মের সমস্ত টিভি পর্দায় সেই তিন মিনিট ধরে টানা চলতে থাকে পর্ন ছবির দৃশ্য। সংবাদ সংস্থা সূত্রে খবর, রেলের পক্ষ থেকে ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্তও করা হয়েছে। একই সঙ্গে রেলের পক্ষ থেকে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও দিতে বলা হয়েছে সংস্থাটিকে।

সূত্র : এবিপি

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us