আরও দুইজনের ডেঙ্গু শনাক্ত

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো দুইজন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন>> ভারতীয় রেল স্টেশনের টিভিতে হঠাৎ পর্ন ভিডিও চালু!

আক্রান্তদের মধ্যে একজন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি একজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০ জন ঢাকার মধ্যে এবং ১১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন>>প্রতারণা ও চাঁদাবাজির মামলা: হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের কারাদণ্ড

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২০ মার্চ ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১২ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮১ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৯৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us