রোববার স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক , ঢাকা

এ বছর স্কটল্যান্ডে আয়োজিত জললবায়ু সম্মেলনে যোগ দিতে রোববার (৩১ অ‌ক্টোবর) দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামী ১লা থেকে ৩রা নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত হবে জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলন কপ-২৬।

শনিবার (৩০ অ‌ক্টোবর) সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সম্মেলনে অংশ নিয়ে সোমবার সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি আরো জানান, ৩ দিন ব্যাপি এ সম্মেলনের একাধিক সেশনে যোগ দেয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ছাড়া, ফ্রান্সে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেয়ার কথাও রয়েছে ।

সবশেষে, ১১ই নভেম্বর রাজধানী প্যারিসে ইউনিসেফ-এর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা। সফর শেষে আগামী ১৪ই নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ।

ইবাংলা/টিপি/৩০ অক্টোবর, ২০২১

Contact Us