করোনা শনাক্ত নেমেছে প্রায় অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ জন ও ২ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

Islami Bank

একই সময়ে নতুন করে ১৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

one pherma

এর আগের দিন শুক্রবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছিলো ৩০৫ জন।

এদিকে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে।

ইবাংলা/জেডআরসি/৩০ অক্টোবর ২০২১

Contact Us