বিশাল ব্যবধানে হারলো অ্যারন ফিঞ্চের দল

ডেস্ক রিপোর্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জয়ের যাত্রা অব্যাহত রাখলো ফেবারিট ইংল্যান্ড। পরপর টানা তিনটি ম্যাচে পূর্ণাঙ্গ পয়েন্ট অর্জন করলো তারা। এবার তাদের শিকার হয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারলো অ্যারন ফিঞ্চের দল।

Islami Bank
one pherma

শনিবার (৩০ অক্টোবর) রাতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় অজিরা। জবাবে ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়ন মরগানের দল।

Contact Us