বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিবের জন্মদিন

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বলা হয় তাকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে ক্রিকেটের তিন ফরম্যাটেই বাইশ গজে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিশ্ব দরবারে দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর উপলক্ষ্যও এনে দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের এ উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন।

Islami Bank

আরও পড়ুন… মেসির রেকর্ডের রাতে জয়েই রাঙাল আর্জেন্টিনা

ক্রিকেট বিশ্বে রাজত্ব করেই চলছেন তিনি। নাম তার সাকিব আল হাসান। শুক্রবার ৩৬ বসন্তে পা রাখলেন সাকিব আল হাসান। ১৯৮৭ সালের এই দিনে (২৪ মার্চ) মাগুরাতে জন্মগ্রহণ করেন তিনি

২০০৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হাতেখড়ির পর মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু সাকিবের। ওই বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। একই বছর সাকিবের অভিষেক হয় টি-২০তেও। সাকিব জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গুলোতে দাপিয়ে বেড়ান। আইপিএল, পিএসএল, সিপিএল কিংবা বিগব্যাশের মতো জনপ্রিয় সব লিগেই নিজের সক্ষমতা দেখিয়েছেন তিনি।

one pherma

আরও পড়ুন… ১০ উইকেটের রেকর্ড গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

প্রসঙ্গত, ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৩০টি ম্যাচ খেলেছেন সাকিব। তাতে ৩৭ গড়ে তার রান ৭০৮৬ আর বল হাতে উইকেট ৩০১টি। টেস্টে ৬৫ ম্যাচে তার রান ৪৩৬৫। এই ফরম্যাটে সাকিবের উইকেট ২৩১টি। ফরম্যাটটিতে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন ১৯ বার। পাশাপাশি দেশের জার্সিতে সাকিব টি-২০ ম্যাচ খেলেছেন ১১২টি। তাতে ২৩ গড়ে সাকিবের রান ২২৮১। আর বল হাতে নিয়েছেন ১৩১ উইকেট।

ইবাংলা/এইচআর /২৪ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us