পরিবার নিয়ে মিমের ইফতার, প্রশংসিত ফেসবুকে

সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতি বছরের রমজানে পরিবারের সঙ্গে ইফতার করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না।

Islami Bank

প্রথম রমজানে (২৪ মার্চ) পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে অনুরাগীদের মাঝে ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা। ঢাকাই সিনেমার এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতারির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‌‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’

পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও।

আরও পড়ুন: পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

one pherma

ছবিতে দেখা যায়, মিমের সপরিবার শামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।

মিমের এই ছবি নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে এসে সবাই প্রশংসা করছেন এই নায়িকার।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us