জাতির বীর সন্তানদের প্রতি স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

ইবাংলা ডেস্কঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Islami Bank

আরও পড়ুন… হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথেই রয়েছে

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। মহাসচিব বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য সকল শহীদরা প্রাণ দিয়েছেন। আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যে সকল নেতা-নেত্রীবর্গ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।

one pherma

আরও পড়ুন… ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবীন-উন-নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নাজিম উদ্দীন আলম, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us