২৬ মার্চ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ইবাংলা ডেস্কঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে হিলি কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ আছে।

Islami Bank

আরও পড়ুন… স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

one pherma

তিনি আরো বলেন, একদিন বন্ধের পর আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি এ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে। এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, ২৬ মার্চ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ইবাংলা/এইচআর /২৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us