ইবিতে ৫৩তম গৌরবান্বিত মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এবং রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।

Islami Bank

আরও পড়ুন… ভয়াল কালো রাতের স্মরণে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হয়। সকালে প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বর্নাঢ্য আনন্দ র‍্যালি শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এরপর একে একে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মকর্তা, কর্মচারী পর্যায়ক্রমে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

one pherma

আরও পড়ুন… ইবিতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উদযাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১১.৩০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা মিলনায়তনে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শিরোনামে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইবাংলা/এইচআর /২৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us