মহান স্বাধীনতা দিবসে বিশ্ব নেতাদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা। এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

Islami Bank

আরও পড়ুন… ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

পুতিন শুভেচ্ছাবার্তায় আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের সুন্দর ঐতিহ্যের ওপর আমাদের দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের স্বার্থে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নতি লাভ করবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিষয়টিও থাকবে।

অন্য দিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ সরকার এবং জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘চীন-বাংলাদেশ বন্ধুত্বের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তা আরও শক্তিশালী হবে।’

one pherma

আরও পড়ুন… জাতির বীর সন্তানদের প্রতি স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

রোববার এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাদের স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানাতে চাই।’

ব্লিঙ্কেন আরও বলেন, গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে, দুর্বল উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার জন্য আপনারা মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। জলবায়ু সংকটে অভিযোজন কৌশল তৈরি করে, আপনারা পরিবেশ রক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছেন।’

ইবাংলা/এইচআর /২৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us